কেশবপুর পৌর প্রতিনিধি
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরির চেষ্টাকালে আন্তঃজেলা দুই চোরকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে উপজেলার প্রতাপপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের মনিরুল ইসলাম মনির শেখ (৪৫) ও দেয়ানা গ্রামের আল আমিন শেখ (৪০)।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা মনিরুল ইসলাম মনির শেখ ও আল আমিন শেখকে আটক করে কেশবপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গরু চুরির চেষ্টাকালে আন্তঃজেলা দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা হয়েছে।সোমবার সকালে গরু চুরির মামলায় গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে। এ উপজেলার প্রতিটি এলাকায় চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল অপরাধ রুখতে থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।
শিরোনাম:
- সবজির দামে ক্রেতার প্যাকেট ভরলেও ফাঁকা হচ্ছে কৃষকের থলে
- যশোরে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের হানা
- যশোর-৫ জমিয়তকে ছেড়ে দেয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
- যশোরে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- যশোরে ভোটের গাড়ির প্রদর্শনী অনুষ্ঠিত
- নিম্নমানের সামগ্রি দিয়ে নির্মাণের অভিযোগ
- মণিরামপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ষস্মরণ উৎসব অনুষ্ঠিত
- মুনসী মেহেরউল্লাহ ছিলেন মুসলিম জাতির জন্য নক্ষত্র
