কেশবপুর পৌর প্রতিনিধি
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরির চেষ্টাকালে আন্তঃজেলা দুই চোরকে গ্রেফতার করেছে। রোববার বিকেলে উপজেলার প্রতাপপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের মনিরুল ইসলাম মনির শেখ (৪৫) ও দেয়ানা গ্রামের আল আমিন শেখ (৪০)।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা মনিরুল ইসলাম মনির শেখ ও আল আমিন শেখকে আটক করে কেশবপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গরু চুরির চেষ্টাকালে আন্তঃজেলা দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা হয়েছে।সোমবার সকালে গরু চুরির মামলায় গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে। এ উপজেলার প্রতিটি এলাকায় চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল অপরাধ রুখতে থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।
শিরোনাম:
- মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
- মাগুরায় গরু চুরি অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বেনাপোলে শ্রমিক সংগঠনের দোয়া
- বাগআঁচড়ায় দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান: জরিমানা
- ওসমান হাদি ও জুলাই শহীদদের ন্যায়বিচারের দাবিতে যশোরে রোড মার্চ
- যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় পরশ-সাগর রিমান্ডে
- খালেদা জিয়া সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন : নার্গিস বেগম
- যশোরে সূর্যের দেখা মিললেও বেড়েছে শীতের তীব্রতা
