কেশবপুর পৌর সংবাদদাতা
কেশবপুরের উপজেলা চিংড়া গ্রামে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। পাশাপাশি দুই বাড়ির একজন হলেন শামসুর মোড়ল এবং অপরজন দিলিপ দে।

শনিবার দিবাগত রাত বারোটার দিকে এ ডাকাতি হয় বলে জানিয়েছেন শামসুর মোড়লের ছেলেজাহিদ হাসান জানান।

তিনি জানান রাত একটার দিকে তিনি বাড়ি ফিরে একজনকে দেখতে পেয়ে চোর মনে করে তাড়া দেন।

পরে তিনি আরো ৪-৫ জনকে দেশীয় অস্ত্র হাতে দেখতে পান। ঘরে ঢুকে দেখেন আলমারির ড্রয়ার খোলা এবং আসবাব পত্র ছড়ানো।

পরে পরিবারের সদস্যরা জানান ড্রয়ার থেকে একটা কানের দুল এবং মোবাইল নিয়ে গেছে ডাকাতরা।

হিন্দু পাড়ার দিলিপ দের ছেলে প্রসেনজিৎ জানান, সকলে ২য় তলায় ঘুমিয়ে ছিলেন, নিচতলার আলমারির তালা ভেঙ্গে নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পাঁচ আনা স্বর্ণের কানের দুল নিয়ে যায়।

৫-৬ জন লোক এসে একাজ করেছে বলে জানান।

চিংড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তারা।

Share.
Exit mobile version