কেশবপুর সংবাদদাতা
কেশবপুর পরিত্রাণ’র আয়োজনে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) উপজেলা শাখার ১৫ জন সদস্যদের সাথে মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে।

দাতা সহযোগি সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি সিডার অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় কর্মশালা সম্পাদিত হয়েছে।

দুই দিনব্যাপি কর্মশালায় কিশোর কিশোরীদের স্বপ্ন, বাস্তবতা, আবেগ, অনুভূতি, হতাশা, দুঃশ্চিন্তার, ভয় ইত্যাদি বিষয়ে আলোচিত হয়।

কর্মশালায় ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস। সহায়ক ছিলেন ভলেনটিয়ার সুজিত দাস।

কর্মশালায় সমাপনী দিনে বিশেষ অতিথি ছিলেন পরিত্রাণ’র কর্মসূচি সমন্বয়ক রবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন স্বেচ্ছাসেবক সুমন দাস, সাবিরা খাতুন প্রমুখ

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version