বাংলার ভোর প্রতিবেদক

হারিয়ে যাওয়া শৈশব, গ্রামবাংলার ধুলোবালি মাখা স্মৃতি আর সহজ-সরল জীবনের গল্প নিয়ে যশোরে প্রদর্শিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’।

নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘শব্দ থিয়েটার’-এর উদ্যোগে আগামী শুক্রবার ও শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন নাট্যকার মাস্উদ জামান।

মো. নুরুজ্জামান পরিচালিত এই সিনেমাটি ইতোমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জয় করেছে। সেলুলয়েডের ফিতায় নির্মাতা বন্দি করেছেন আমাদের শেকড়ের গল্প।

যা দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে তাদের ফেলে আসা দিনগুলোতে।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপি এই প্রদর্শনীর প্রতিটি শো শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

দর্শকদের সুবিধার্থে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সাধারণ দর্শকদের জন্য টিকিট ১০০ টাকা এবং শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের জন্য রাখা হয়েছে মাত্র ৫০ টাকা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নাট্যকার মাস্উদ জামান বলেন, এই সিনেমাটি কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি আমাদের পারিবারিক বন্ধন, প্রকৃতি এবং গ্রামীণ জীবনের হারানো স্বাদ নতুন করে অনুভব করার একটি সুযোগ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শব্দ থিয়েটারের তরুণ নির্দেশক রিফাত মাহমুদ এবং অভিনেতা পিয়াশ মন্ডল।

Share.
Exit mobile version