কেশবপুর (যশোর) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজুল ইসলাম সোমবার বিকেলে প্রতিক পেয়ে প্রচারণা শুরুর আগেই কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
প্রেসক্লাবের কনফারেন্স রুমে মতবিনিময়কালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ঈগল প্রতিকে ভোট প্রদানের আহবান জানিয়ে তিনি বলেন, তিনি নির্বাচিত হতে পারলে কেশবপুরের পূর্বাঞ্চলের ২৭ বিলের জলাবদ্ধতা নিরশনে কাজ করবেন। বিগত সময়ে মুখ থুবড়ে পড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জনগনকে সাথে নিয়ে কাজ করবেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নামে অর্থ বাণিজ্য বন্ধ করে প্রকৃত মেধাবীদের জায়গা করে দেবেন।
উন্নত কেশবপুরের স্বপ্ন বাস্তবায়ন কর্ম-পরিকল্পনার বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের তিনি বলেন, এলাকা ভিত্তিক উন্নয়নে আমার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক শিক্ষার উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কারিগরি শিক্ষার প্রসার, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের সমন্বিত উন্নয়ন, নারী উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধ, সকল ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার-উন্নয়ন ও আধুনিকায়ন, যুব সমাজের উন্নয়ন, তথ্য প্রযুক্তি সেবা সম্প্রসারণও সহজীকরণ, বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ, ক্ষুদ্র-কুটির শিল্পের আধুনিকায়নসহ, সাহিত্য- সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবো। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে সাথে নিয়ে এলাকা ভিত্তিক সমস্যার সমাধান ও এলাকা ভিত্তিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবো।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শ্রীকান্ত দাস, প্রান্ত সাহা, তুষার, রকি হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।
শিরোনাম:
- ২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান
- যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামকে আধুনিকায়ন করা হবে : রেজাউদ্দীন স্টালিন
- সবজির সহনীয় বাজারে পকেট খালি করছে পেঁয়াজ-সয়াবিন
- যশোর কেন্দ্রীয় কারাগার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা
- যশোরে আট দলীয় ঐক্যজোটের জরুরি সভা অনুষ্ঠিত
- যশোরে বাম-গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আঞ্চলিক কনভেনশন
- যশোরে মতুয়া মিশন জেলা শাখার কাউন্সিল অধিবেশন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
- মণিরামপুরে ধানের শীষকে বিজয়ী করতে কুলটিয়া বিএনপির শপথ
