কেশবপুর পৌর সংবাদদাতা
বিএনপির তৃণমূল কাউন্সিলের অংশ হিসেবে যশোরের কেশবপুর উপজেলা বিএনপির নর্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও অ্যাড. আনিছুর রহমান মুখুল ১৯ সেপ্টেম্বর এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত আপত্তি গ্রহণ, ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত আপত্তি নিষ্পত্তি/সংশোধন, ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি, মনোনয়ন পত্র জমা, যাচাই ও বাছাই বিকেল ৫টা পর্যন্ত, ২৫ সেপ্টেম্বর বেলা ২টায় প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

২৮ সেপ্টেম্বর কেশবপুর অডিটরিয়ামে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ফল প্রকাশ।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পঁচিশ হাজার ও সাংগঠনিক সম্পাদক পদে পনের হাজার টাকায় মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। পাঁচ হাজার টাকায় জেলা বিএনপি কার্যালয় থেকে ভোটার তালিকা সংগ্রহ করা যাবে। মনোনয়ন পত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও মনোনয়ন পত্র ক্রয়ের মূল রশিদ সংযুক্ত করতে হবে। ইউনিয়ন নির্বাহী কমিটির সদস্যরা উপজেলা বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে পারবেন।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হতে হলে অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোন পদে থাকলে সেই পদের পদত্যাগ পত্রের কপি (যথাযথ কর্তৃপক্ষ বরাবর) মনোনয়পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version