Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাসিক উন্নয়ন সমন্বয় সভায় যশোরে ডিসি মোহাম্মদ আশেক হাসান ‘গণভোটে আমরাই প্রার্থী’
  • হাইকোর্টের নির্দেশে যশোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এনসিপির খালিদ সাইফুল্লাহ জুয়েল
  • শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে এমএম কলেজে বিক্ষোভ
  • আর.এন. রোড ক্রীড়া চক্রের কম্বল বিতরণ
  • যশোরে পৌর জাতীয় পার্টির আলোচনা সভা
  • সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাপ্পি আমি নির্বাচিত হলে এলাকায় কাউকে ডন বানাবো না
  • পূর্বশত্রুতার জেরে আগুন : ক্ষতির অভিযোগে কোটচাঁদপুরে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
  • রাজারহাট সমাজ কল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জানুয়ারি ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাজুরায় দোকান দখল নিয়ে পাল্টা মামলা শাহাবুদ্দিনের টাকা কার পকেটে?

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাঘারপাড়ার খাজুরা বাজারে দোকানঘর দখল ও চাঁদাবাজির ঘটনায় পাঁচজনকে আসামি করে পাল্টা মামলা হয়েছে। উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুরের বাসিন্দা শাহাবুদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন। যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন, বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের মজনুর রহমান (৪৫), মতিন বিশ্বাস (৬৫) ও ফজলুর রহমান (৫৫) এবং সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজীব (৩৫) ও সজীব (৩০)।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, শাহাবুদ্দিনের খাজুরা বাজারে তিথি খেলাঘর নামে একটি দোকানঘর রয়েছে। দীর্ঘদিন আগে তার পিতা অলিয়ার লস্কার ডিসিআর-এর মাধ্যমে ওই জায়গা বন্দোবস্ত নেন। ২০২২ সালের ২৩ জানুয়ারি সন্ধ্যায় আসামিরাসহ অজ্ঞাতনামা লোকজন শাহাবুদ্দিনের দোকানে এসে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারপিট করে ও খুনের হুমকি দেয়। এ পর্যায়ে আসামিরা দোকানে থাকা বিভিন্ন গহনা, খেলনা সরঞ্জামসহ ২০ লাখ টাকার কসমেটিক্স দ্রব্যাদি লুট করে নিয়ে যায়। প্রাণভয়ে বাদী স্ত্রী-সন্তান নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেলে দোকানঘরটি বেদখল হয়ে যায়। আসামিরা প্রভাবশালী হওয়ায় ঘটনার পর মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় গত ৪ সেপ্টেম্বর মামলা দায়ের করেছেন তিনি।

শাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমাদের দোকানঘর দখলকে কেন্দ্র করে বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু ও যুবলীগ নেতা লিন্টু রায় আমাকে হয়রানি করতে নাশকতা মামলায় জড়ায়। এ সময় প্রাণনাশের হুমকিও দেয়। পরে সালিস বৈঠকে মধ্যস্থততাকারী ডাকুর হাতে আমি প্রায় ১০ লাখ টাকা দিই। কিন্তু আজও আমাদের দোকানঘরের দখল বুঝে পাইনি।’

অভিযুক্ত মজনুর রহমান জানান, ২০২০ সালে প্রায় ১০ লাখ টাকায় পার্বতীপুরের ওলিয়ার লস্কারের কাছ থেকে দোকানঘরটি কিনি। কিন্তু তৎকালীন ভাড়াটিয়া তিথি খেলাঘরের তাপস কুমারের সাথে চুক্তি চলমান ছিল। মেয়াদ শেষ না হওয়ায় দোকান ছাড়ছিলেন না তিনি। এরপর ২০২১ সালের এপ্রিলে সালিস বৈঠকে মজনুর সম্পূর্ণ টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ৯ লাখ ৯০ হাজার টাকার একটি চেক মধ্যস্থতাকারী আওয়ামী লীগ নেতা ডাকুর হাতে দেন অলিয়ার লস্কারের ছেলে শাহাবুদ্দিন। এর পরপরই ভাড়াটিয়া তাপস ওই দোকানঘর ছেড়ে দিলে মজনু সেখানে গার্মেন্টস ব্যবসা শুরু করেন। কিন্তু সালিস বৈঠকে দেয়া ওই চেক তো দূরের কথা; আজও একটি টাকা পাননি মজনু।

খাজুরা বাজারের ছিট কাপড় ও গার্মেন্টস ব্যবসায়ীরা জানান, গত ২৫ আগস্ট দিনে-দুপুরে শাহাবুদ্দিন (সাবেক এমপি রণজিত রায়ের ছেলে রাজীবের লাঠিয়াল বাহিনীর সদস্য), চিহিৃত সন্ত্রাসী রায়পুর ইউনিয়নের নলডাঙ্গার ইছা, তালিকাভুক্ত সন্ত্রাসী পার্বতীপুরের আলাউদ্দিন ও সংঘবদ্ধ দল নিয়ে দোকানঘর দখল করতে আসেন। এ সময় তারা ওই দোকানের বর্তমান মালিক মজনুর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা চাঁদা আদায় করেন। এ ঘটনায় ২ সেপ্টেম্বর ভুক্তভোগী মজনু আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন। এরপর অভিযুক্ত শাহাবুদ্দিনও পাল্টা একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় মজনুর সাথে তার মামলার সাক্ষী ব্যবসায়ীদেরকেও আসামি করা হয়েছে।

এদিকে, সালিস বৈঠকে লেনদেনের বিষয়ে জানতে শুক্রবার সন্ধ্যায় বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুর মুঠোফোনে একাধিকবার কল করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের দিন থেকেই পলাতক রয়েছেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাসিক উন্নয়ন সমন্বয় সভায় যশোরে ডিসি মোহাম্মদ আশেক হাসান ‘গণভোটে আমরাই প্রার্থী’

জানুয়ারি ১৯, ২০২৬

হাইকোর্টের নির্দেশে যশোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এনসিপির খালিদ সাইফুল্লাহ জুয়েল

জানুয়ারি ১৯, ২০২৬

শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে এমএম কলেজে বিক্ষোভ

জানুয়ারি ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.