খুলনা অফিস
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। গতকাল দুপুরে নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন।
এ বিদ্যুৎ উপকেন্দ্রটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নির্মিত।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিদ্যুৎ উপকেন্দ্রের নকশা প্রণয়নকারী ও স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
উদ্বোধনের আগে নবনির্মিত এ বিদ্যুৎ উপকেন্দ্রটি ঘুরে দেখেন উপাচার্য। এ সময় বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আল মামুন জনি।
শিরোনাম:
- প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি
- হরিণের ফাঁদে আটকা বাঘ দেখতে হাজারো মানুষের ভিড়
- সামাজিক বনায়নে সাফল্য এনেছে কোটচাঁদপুরসহ ৩টি উপজেলা
- মাগুরায় ভোক্তার অভিযানে গ্যাস ডিলারকে লাখ টাকা জরিমানা
- যশোরে দুই দিনব্যপি ব্যঞ্জন উৎসব শুরু
- খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
- যশোরে দুই সহিংস ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক
- কুয়াশার চাদরে অন্য রকম যশোর
