খুলনা সংবাদদাতা
খুলনার দিঘলিয়া উপজেলা এলাকায় খেয়াঘাটের দখলদারিত্ব নিয়ে প্রতিপক্ষের ওপর হামলায় দুজন রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লাকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার জনৈক শেখ আলী আকবর বিআইডব্লিউটি-এর দাখিলকৃত রিট পিটিশনে রায়ে দিঘলিয়া উপজেলার নগরঘাট খেয়াঘাট ইজারাপ্রাপ্ত হন। যার আলোকে ইজারাদার শেখ আলী আকবর খেয়াঘাটের কার্যক্রম পরিচালনা করেন। এতে স্থানীয় একটি প্রতিপক্ষ গভীর ষড়যন্ত্র করতে থাকে।
সে লক্ষ্যে ইজারাদার শেখ আলী আকবর গত ১ জানুয়ারি দিঘলিয়া নৌবাহিনীর কাছে বিষয়টি অবগত করতে দিঘলিয়া ফেরিঘাটে পৌঁছালে দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান মিন্টুর নেতৃত্ব একটি প্রভাবশালী সংঘবদ্ধ দল লাঠিসোঁটা ও ধারালো দেশী অস্ত্র নিয়ে আকবরের ওপর হামলা চালায়। হামলায় আকবর হোসেন ও তার এক সহকর্মী গুরুতর রক্তাক্ত জখম হন। পরে ইজারাদার শেখ আলী আকবরের ভাই মো. আনছার শেখ বাদী হয়ে মামলাটি করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. টোকনুজ্জামান বলেন, মামলাটি দিঘলিয়া থানায় রেকর্ড হয়েছে। কিন্তু ঘটনাটি যেহেতু ভৈরব নদে ঘটেছে, সেহেতু এটি নৌ-পুলিশ তদন্ত করবে। এজন্য নৌ-পুলিশের কাছেই তদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিরোনাম:
- এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন
- নিঃসঙ্গ জীবনে ভালোবাসার স্পর্শ
- বিবর্তন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীর তিনদিনের উৎসব সমাপ্তবিবর্তন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীর তিনদিনের উৎসব সমাপ্ত
- বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
- আত্মগোপনে থাকা চেয়ারম্যানের জিম্মায় ওটিপি, জন্ম নিবন্ধনের কাজ বন্ধ ১৫ দিন
- সাবেক এমপি অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকীর স্মরণসভা
- বেনাপোল কাস্টমসের কর্মকর্তাসহ দুইজনের সাতদিনের রিমান্ড আবেদন দুদকের
- শার্শার লিটন হত্যা মামলায় আত্মসমর্পণকারী ৯ আসামি কারাগারে