খুলনা সংবাদদাতা
খুলনার দিঘলিয়া উপজেলা এলাকায় খেয়াঘাটের দখলদারিত্ব নিয়ে প্রতিপক্ষের ওপর হামলায় দুজন রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লাকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার জনৈক শেখ আলী আকবর বিআইডব্লিউটি-এর দাখিলকৃত রিট পিটিশনে রায়ে দিঘলিয়া উপজেলার নগরঘাট খেয়াঘাট ইজারাপ্রাপ্ত হন। যার আলোকে ইজারাদার শেখ আলী আকবর খেয়াঘাটের কার্যক্রম পরিচালনা করেন। এতে স্থানীয় একটি প্রতিপক্ষ গভীর ষড়যন্ত্র করতে থাকে।
সে লক্ষ্যে ইজারাদার শেখ আলী আকবর গত ১ জানুয়ারি দিঘলিয়া নৌবাহিনীর কাছে বিষয়টি অবগত করতে দিঘলিয়া ফেরিঘাটে পৌঁছালে দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান মিন্টুর নেতৃত্ব একটি প্রভাবশালী সংঘবদ্ধ দল লাঠিসোঁটা ও ধারালো দেশী অস্ত্র নিয়ে আকবরের ওপর হামলা চালায়। হামলায় আকবর হোসেন ও তার এক সহকর্মী গুরুতর রক্তাক্ত জখম হন। পরে ইজারাদার শেখ আলী আকবরের ভাই মো. আনছার শেখ বাদী হয়ে মামলাটি করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. টোকনুজ্জামান বলেন, মামলাটি দিঘলিয়া থানায় রেকর্ড হয়েছে। কিন্তু ঘটনাটি যেহেতু ভৈরব নদে ঘটেছে, সেহেতু এটি নৌ-পুলিশ তদন্ত করবে। এজন্য নৌ-পুলিশের কাছেই তদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিরোনাম:
- যশোরে যৌথবাহিনীর অভিযানে ১১টি ককটেলসহ একজন আটক
- স্বনির্ভর স্নাতক তৈরিতে এমএম কলেজে কর্মশালা ও প্রশিক্ষণ
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
- পরীক্ষার ডিউটি ফেলে কোচিংয়ে শিক্ষক, হাতেনাতে ধরলেন অধ্যক্ষ
- কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
- মাদকের জুয়ারে ভাসছে খাজুরা
- কোটচাঁদপুর বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার
- ডাকবাংলোর জমি দখলের অভিযোগ, তদন্তে প্রশাসন
