Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভোটর গাড়ির প্রদর্শনী অনুষ্ঠিত
  • নিম্নমানের সামগ্রি দিয়ে নির্মাণের অভিযোগ
  • মণিরামপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ষস্মরণ উৎসব অনুষ্ঠিত
  • জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা
  • সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু
  • পাইকগাছায় কমিটি গঠন দ্বন্দ্বে সংঘর্ষ,থানায় মামলা
  • যশোরে দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম
  • বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ডিসেম্বর ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঘুষ দিয়েও চাকরি স্থায়ী না হওয়ায় মানবেতর জীবনযাপন শ্রমিকদের

কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ
চাকরি স্থায়ী করাতে ধার করে ১ লাখ টাকা দিয়েছি তখনকার সভাপতি গোলাম রসুলের কাছে। সেটাও না হলে সাধারণ সম্পাদক শরিফুলের কাছে দিয়েছি ৩০ হাজার টাকা। ২০ হাজার টাকা দিয়েছি সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের কাছে। তিন দফায় ১ লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন।

তারপরও চাকরি স্থায়ী হয়নি মোবরকগঞ্জ চিনিকলের গোডাউন গার্ড কাম স্কেল ম্যান আতিয়ার রহমানের। তিনি বলেন, সেই টাকা পরিশোধ করে এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ছেলের পড়াশোনার খরচ যোগাতে বেশ কষ্ট হচ্ছে। তিনি সেই টাকা ফেরত চান এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।

এভাবে প্রায় ৩ শতাধিক কর্মচারীর কাছ থেকে তিন কোটি টাকার বাণিজ্য করার অভিযোগ উঠেছে মোবারকগঞ্জ চিনিকলের সভাপতি গোলাম রসুলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের অস্থায়ী শ্রমিক কর্মচারীরা।

আরেক শ্রমিক বৈদ্যুতিক হেলপার পলাশ জোয়ারদার তুহিন বলেন, গত যে ট্রেড ইউনিয়ন ছিল তাদের সভাপতি ছিলেন গোলাম রসুল। তিনি গোলাম রসুলের অফিসে তার আস্থাভাজন পিকুর কাছে ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়েছিলেন। এভাবে সুগার মিলের বিভিন্ন সেক্টরের প্রায় ৪ শতাধিক কর্মচারীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সভাপতি গোলাম রসুল।
ক্রয় করণিক শরিফুজ্জামান রিংকু বলেন, ২০১৮-২০১৯ মাড়াই মৌসুমে ক্রয় করণিক থেকে ২৪ জনের কাছ থেকে টাকা নিয়ে সিডিএ পদে পদোন্নতি প্রদান করে। এই ২৪ জনের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা নেয় সভাপতি গোলাম রসুল। তার কাছ থেকেও দেড় লাখ টাকা নিয়েছিল। তারা চুক্তিভিত্তিক বিনা পারিশ্রমিকে সিডিএর কাজ করেছেন। কিন্তু টাকা নিয়েও তাদের চাকরি স্থায়ী হয়নি। তারা আবার স্বপদেই চাকরি করছেন। দ্রুত এই টাকা ফেরত দেয়াসহ দোষীদের শাস্তি চান তিনি।

বয়লার ফিট পাম্প চালক সাহার আলী বলেন, ২০০৭ সাল থেকে চাকরি করেন। ২/৩ বছর চাকরি করার পর স্থায়ী করানোর জন্য ৩/৪ কিস্তিতে সভাপতি গোলাম রসুলের কাছে টাকা দেয়া হয়েছে। সার্কুলার দেয় কিন্তু আমরা স্থায়ী হতে পারেনি। চাকরি স্থায়ী করাতে দিনের পর দিন গোলাম রসুলকে বললেও তিনি হুমকি-ধামকি দিতেন।

তার ভয়তে কিছুই বলতে পারেননি। তিনি কথায় কথায় এমপির দিয়ে জেল খাটানোর ভয় দেখাতেন। তিনি ছিলেন বিনা ভোটে নির্বাচিত মোবরকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি।

তথ্য নিয়ে জানা গেছে, বিনা ভোটে তিনবার সভাপতির দায়িত্ব পালন করেছেন গোলাম রসুল। স্থানীয় এমপির দাপটে চিনিকলের শ্রমিকদের উৎসবমুখর ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। সুগার মিলের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে মিলটির কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে গোলাম রসুল।

নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন। সরকার পতনের পর গত ৬ আগস্ট থেকে এক মাসের ছুটিতে ছিলেন। এরপর থেকে কর্মস্থলে অনুপস্থিত গোলাম রসুল। তাকে কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। তিনি অফিস সহকারী পদে কর্মরত।

এ ব্যাপারে সভাপতি গোলাম রসুলের ব্যবহৃত দুটি মোবাইলে একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, চাকরি স্থায়ী করাতে গোলাম রসুলের টাকা নেয়ার বিষয়টি মৌখিকভাবে শুনেছি। কেউ লিখিত অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তবে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে এবং শ্রম অধিদপ্তরের পরিদর্শক মতিয়ার রহমানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে এই তদন্ত কমিটি চিনিকলে এসে সাধারণ শ্রমিকদের বক্তব্য নিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিনিকল প্রশাসন কোন শ্রমিকের কাছ থেকে টাকা নেয়নি।
##

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ভোটর গাড়ির প্রদর্শনী অনুষ্ঠিত

ডিসেম্বর ২৬, ২০২৫

নিম্নমানের সামগ্রি দিয়ে নির্মাণের অভিযোগ

ডিসেম্বর ২৬, ২০২৫

মণিরামপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের বর্ষস্মরণ উৎসব অনুষ্ঠিত

ডিসেম্বর ২৬, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.