বিবি প্রতিবেদক
আসন্নন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আমবটতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নার মুন্নার উদ্যোগে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নির্বাচনী পথসভাটি বিশাল জনসভায় পরিণত হয়।
পথসভায় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মুন্না, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, ইসহাক আলী, শামসুল ইসলাম, কালু বিশ্বাস, আব্দুস সবুর, এনামুল কবীর, মহাসিন আলী, মোস্তাফিজুর রহমান লাল্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ।
নির্বাচনী পথসভা শেষে স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ তার ঈগল প্রতীকের পক্ষে আমবটতলা বাজারে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট চান।
শিরোনাম:
- মাগুরায় ভোর থেকেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
- যশোরের প্রতিটি সেক্টরে উন্নয়নের চাকা সচল করবো : অমিত
- যশোরে যৌথবাহিনীর অভিযানে ১১টি ককটেলসহ একজন আটক
- স্বনির্ভর স্নাতক তৈরিতে এমএম কলেজে কর্মশালা ও প্রশিক্ষণ
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
- পরীক্ষার ডিউটি ফেলে কোচিংয়ে শিক্ষক, হাতেনাতে ধরলেন অধ্যক্ষ
- কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
- মাদকের জুয়ারে ভাসছে খাজুরা
