চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে ‘নবীন উদ্যোগ’ স্বেচ্ছাসেবী সংগঠন। ‘এসো বোন এসো ভাই-চলো সবাই মানবতার কাজে যায়’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ খাবার বিতরণ করেন তারা।

এ সময় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, কার্যনির্বাহী সদস্য রায়হান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

খাবার বিতরণীতে সংগঠনের সভাপতি সোহানা ইসলাম মাহা, সাধারণ সম্পাদক ফায়সাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম, প্রচার সম্পাদক রেশমী ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইমা খাতুন, অর্থ সম্পাদক জাওয়াদ জাহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দীপান্বিতা বিশ্বাস, মালিহা খাতুন, আকিকুল ইসলাম, তানিয়া ইসলামসহ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version