কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি, যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কে.এম আজিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ এবং দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাবিবগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা লেয়াকত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নূরী, পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন, সামাদ দফাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, মোকাররম হোসেন, দপ্তর সম্পাদক ইমরান খান ক্বারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন গাজী, কৃষি বিষয়ক সম্পাদক উবায়দুল হক উবাই, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আনিস, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক দবির উদ্দীন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুরবান আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ পৌর সভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
