বাংলার ভোর প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে শহরের মণিহার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহিম শামীম। এ সময় সংগঠনের শহর শাখার অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে আহমেদ ইব্রাহিম শামীম বলেন, “২০ জানুয়ারির শাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী ও মব সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করেছে। আমরা একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলাম, যেখানে সকলের সমান অধিকার থাকবে। কিন্তু আজ দেখা যাচ্ছে, একটি স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানও মবের চাপে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের দাবি অনুযায়ী অনতিবিলম্বে শাকসু নির্বাচন কার্যকর করতে হবে। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে মব সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন তৌহিদুর জামান। তিনি বলেন, “ডাকসু, জাকসু, চাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গণতান্ত্রিকভাবে ছাত্রশিবিরকে নির্বাচিত করেছে। একই ধারাবাহিকতায় শাকসুতেও শিক্ষার্থীদের সমর্থন দেখে একটি পক্ষ তা মেনে নিতে পারেনি। ফলে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে নির্বাচন স্থগিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দিতে শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
