চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় জাতীয় টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রামের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ব্র্যাক অফিসের অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ আয়োজনে যক্ষ্মা, ডায়রিয়া, কোভিড -১৯, ম্যালেরিয়া, ডেঙ্গুজ্বর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি।

এ সময় উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন।

বিষয়বস্তুর উপর মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন যশোর জেলা ব্র্যাক হেলথ প্রোগ্রামের ম্যানেজার লোকমান হোসেন। এছাড়া চিকিৎসা বিষয়ে আলোচনা করেন ও পরামর্শ দেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন ব্রাকের যক্ষ্মা বিষয়ক জেলা সমন্বয়ক আলমাসুর রহমান।
অভিব্যক্তি প্রকাশ করে আলোচনা করেন, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version