চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে চৌগাছা-যশোর সড়কের সলুয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

পেশায় বাঁশ ব্যবসায়ী নিহত ফজলুর রহমান উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের বাসিন্দা।

নিহতের ভাই স্বর্পরাজপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আম্মাদুল ইসলাম জানান, বুধবার সকালে ফজলুর রহমান যশোর থেকে চৌগাছা ফেরার পথে সলুয়া কলেজ মোড়ে পৌঁছালে তাদের বহনকারি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আলম সাধুর চালক আব্দুল আওয়াল আহত হলে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version