বাংলার ভোর প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি রুস্তম খন্দকারকে যশোরের বেনাপোলে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুস্তম ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
রুস্তমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক মজুমদার। তিনি বলেন, ‘রুস্তমকে বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।’
ওসি ফারুক জানান, অপরাধীরা যাতে পালাতে না পারেন, সে জন্য চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি। এ ছাড়া তিনি ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, গত বুধবার বেনাপোল ইমিগ্রেশন থেকে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে আটক করে পুলিশ। তাকে ভারতে পাঠাতে সিন্ডিকেটের সঙ্গে পাঁচ লাখ টাকা চুক্তি হয়েছিল বলে জানা গেছে। এ ছাড়া, কয়েক দিন আগে ভারতে প্রবেশের সময় যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও এক বিজিবি সদস্যকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version