মাগুরা সংবাদদাতা

ঈদুল আজহার ৪ দিন বাকি। মাগুরায় জমে উঠতে শুরু করেছে পশুর হাট। বিশেষ করে গরু বিক্রিতে অনেকটাই ভাটা চলছে বলে বিক্রেতারা বলছেন। ক্রেতারা বলছেন, গরুর দাম অন্যান্য বারের তুলনায় অনেক কম। মাগুরার আলমখালী, কাটাখালী, রামনগরের গরু ও ছাগলের হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় অনেকটাই কম থাকলেও এখন একটু বাড়তে শুরু করেছে। পর্যাপ্ত গরু ও ছাগল থাকলেও এসব হাটে ভিড়ের তুলনায় বাড়েনি বেচা কিনা। তবে গত বছরগুলোর চেয়ে এবার কোরবানির ঈদেকে কেন্দ্র করে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে।

বুধবার ১২ জুন ২০২৪ ইং তারিখ মাগুরা কাটাখালি হাটে গরু বিক্রি করতে এসে বিক্রেতা সুমন দৈনিক বাংলার ভোরকে বলেন আমার ৩ লাখ টাকার গরু দাম বলছে ১ লাখ ৫০ হাজার টাকা। আমি ২ লাখ ২০ হাজার টাকা হলে আমার গরু বিক্রি করে দেব। দুই হাট আমি ঘুরছি একই অবস্থা গরুর বাজার নাই। অন্যদিকে ক্রেতা ইরান বিশ্বাস আমাদেরকে বললেন, হাটে তুলনামূলক অনেক গরু আছে। অন্যান্য বারের তুলনায় এবার দামটা সাধ্যের মধ্যেই আছে। হাট ইজারাদার কমিটির সদস্য দিপু খন্দকার বলেন, অন্যান্য বারের তুলনায় এবার গরুর দাম মানুষের কেনার সাধ্যের মধ্যে আছে তাই বেচাকেনা ও হচ্ছে। এদিকে মাগুরা জেলা পুলিশের এএসআই শাওন বললেন, হাটে নির্বিঘ্নে বেচাকিনা চলছে, পুলিশ সর্বক্ষণিক তাদের নিরাপত্তা দিচ্ছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version