প্রতিনিধি
দুর্বৃত্তদের হামলায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে তার নিজ বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার সময় উথলী বাসস্ট্যান্ড মোড়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় শেষে মোটরসাইকেলযোগে আব্দুল হান্নান সন্তোষপুর গ্রামের তার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বাড়ির গেটের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আশা একটি মোটরসাইকেলযোগে দু’জন ব্যক্তি হেলমেট পরা অবস্থায় হকিস্টিক দিয়ে তার ওপর অতর্কিত হামলা করতে থাকেন। তাদের এলোপাতাড়ি আঘাতে তিনি চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসলে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে দ্রুত সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তিনি হাতে ও পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই নিজ বাড়িতে নেয়া হয় তাকে।
এ বিষয়ে জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর হামলাকারী দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আশা করি, খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।
শিরোনাম:
- ১৫ বছর ধরে দেশে চলেছে স্বৈরশাসন
- পৌর নাগরিক কমিটি যশোরের সভা অনুষ্ঠিত
- বাসে অগ্নিসংযোগ, ককটেল উদ্ধারসহ নানা ঘটনায় যশোরে আ.লীগের লকডাউনের প্রথম দিন পার
- শনিবার যশোর আসছেন সাংবাদিক মাহমুদুর রহমান
- যশোরে আ.লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আটক তিন নেতা কারাগারে
- সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৩ পদের বিপরীতে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
- ডুমুরিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন
- আন্দোলন গড়ালো ১১তম দিনে : ডা. শহিদুল আলমের মানোনয়নদাবিতে অবস্থান কর্মসূচি পালন
