Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ন্যায়ভিত্তিক নির্বাচনের মাধ্যমে জাতি নতুন ইতিহাস দেখতে চায়: মোবারক হোসাইন 
  • ঝিকরগাছায় বিএনপির তারুণ্যের সমাবেশে প্রার্থী পরিবর্তনের দাবি
  • যশোরে ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ
  • মণিরামপুরে উলামা ও সুধী সমাবেশ
  • যশোর এমএম কলেজে সনাক-টিআইবির ভ্রাম্যমাণ ক্যাম্পেইন
  • শার্শা নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ড : পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজ ও মালামাল
  • শার্শায় উদ্ধারত নবজাতকের দত্তক পেল বাঘারপাড়ার শিপন ও সুমাইয়া দম্পতি
  • পাইকগাছায় নারী স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগ প্রতিরোধক সরঞ্জাম বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, নভেম্বর ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

জেলা-উপজেলা, পৌরসভা ও সিটিতে প্রশাসক নিয়োগ

পদ হারালেন ভাইস চেয়ারম্যানরাও
banglarbhoreBy banglarbhoreআগস্ট ২০, ২০২৪No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে দেশের ৬১ জেলা পরিষদ চেয়ারম্যান, ৪৯৫টি উপজেলা চেয়ারম্যান ৩৩০ পৌরসভাতেই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পদবির সরকারি কর্মকর্তারা এই দায়িত্ব পেয়েছেন। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ
দেশের ৪৯৩টি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চেয়ারম্যানদের অপসারণ ও মৃত্যুর কারণে চেয়ারম্যানের মোট শূন্য পদ ধরে মোট ৪৯৪টি পদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। এর আগে গত ১৭ আগস্ট উপজেলা পরিষদ আইন-১৯৯৮ এ সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার। এতে বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যানকে অপসারণের বিভাগ রাখা হয়। সোমবার জেলা পরিষদ পদে প্রশাসকের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। আদেশে আরও দেখা গেছে, উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। এর আগে অপর এক আদেশে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়। আর খুলনার কয়রা উপজেলায় চেয়াম্যানের মৃত্যুর কারণে পদ শূন্য ঘোষণা করা হয়। এরপর দেশের ৪৯৪টি উপজেলায় প্রশাসক নিয়োগ করা হয়।

১২ সিটিতে প্রশাসক
অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ব্যাপক রদবদলের মধ্যে ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনেই মেয়র সরিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

নির্বাচিত মেয়রদের অপসারণে সংশোধিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০২৪ এর ২৫ (ক) ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলী, আর ঢাকা উত্তর সিটিতে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান। আর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কমিশনারদের দেওয়া হয়েছে ওইসব সিটি করপোরেশনের দায়িত্ব। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি করপোরেশন এবং ঢাকার বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

৬১ জেলায় প্রশাসক নিয়োগ
দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এদিকে গত ১৮ আগস্ট নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে ওই পদ শূন্য ঘোষণা করে সেই পদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। পার্বত্য তিন জেলা বাদে দেশের সব জেলায় (৬১টি) প্রশাসক নিয়োগ করেছে সরকার।

সোমবার স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত আলাদা আদেশ জারি করে। এর আগে গত ১৭ আগস্ট চেয়ারম্যানদের বিশেষ পরিস্থিতিতে অপসারণ করার বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে।

সোমবার জারি করা আদেশে দেখা গেছে, পাবর্ত্য তিন জেলা বাদে বাকি সব জেলায় জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আটটি জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) এবং ৫৩টি জেলা পরিষদে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা নিজ নিজ জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

৩২৩ পৌরসভার মেয়র অপসারণ
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়। বাকি সাত পৌরসভায় আগে থেকে প্রশাসক ছিল, যাদেরকে সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগের তিনটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্বাচিত মেয়রদের অপসারণে সংশোধিত স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০২৪ এর ৩২ (ক) ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা শীর্ষক অধ্যাদেশের ৩২ (ক) ধারায় বলা হয়েছে, “এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশক বিবেচনা করিলে বা জনস্বার্থে, সকল পৌরসভার মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করিতে পারিবে।” পৌরসভার মতো রোববারই জেলা পরিষদ ও উপজেলা পরিষদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছে সরকার।

৯৮৮ উপজেলা ভাইস চেয়ারম্যান অপসারণ
সারাদেশের উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন (পুরুষ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
গত ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়।

বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ শনিবার রাতে জারি করে অন্তর্র্বতী সরকার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

ন্যায়ভিত্তিক নির্বাচনের মাধ্যমে জাতি নতুন ইতিহাস দেখতে চায়: মোবারক হোসাইন 

নভেম্বর ১৮, ২০২৫

ঝিকরগাছায় বিএনপির তারুণ্যের সমাবেশে প্রার্থী পরিবর্তনের দাবি

নভেম্বর ১৮, ২০২৫

যশোরে ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ

নভেম্বর ১৮, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.