ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে পানিতে ডুবে চার বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার) বেলা ৩ টার দিকে শিশুটি শার্শা উপজেলার কায়বা বাগুড়ি কলেজ রোড সংলগ্ন এলাকার একপি পুকুরের পানিতে ডুবে মারা যায়।
শিশুটি ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামের ভ্যানচালক রাজু আহমেদের ছোট মেয়ে।
এলাকাবাসী ও পারিবারিকভাবে জানা যায়, শিশুটির মা পরের বাড়িতে ঝিয়ের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে গৃহকর্তার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফতেমাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাগআঁচড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিশুটির এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন বাদ মাগরিব শংকরপুর ইউনিয়ন পরিষদের সামনে জানাজা শেষে শিশুটিকে শংকরপুর কুলবাড়ীয়া কবরস্থানে দাফন করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version