ঝিকরগাছা সংবাদদাতা
শনিবার সকালে যশোরের ঝিকরগাছা পৌরসভার কাটাখাল কলোনী পাড়ায় এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তার বাড়ি ভোলা জেলার লালমোহন এলাকার ডিপজল ওরফে জহির (৩০)। তবে তার পিতার নাম জানা যায়নি। গাড়ি চালানোর পরিচয় সূত্রে অসুস্থ অবস্থায় তিনি গত চার দিন আব্দুল আলীমের বাড়িতে ছিলেন।
শনিবার দুপুরে কাটাখাল কলোনি পাড়ার আব্দুল খালেকের বাড়ির ভাড়াটিয়া আব্দুল আলিম (৪৫) জানান, ঢাকায় ড্রাইভারি করার পরিচয় সূত্রে তিনি আমার কাছে ১৯ আগস্ট অসুস্থ অবস্থায় বেড়াতে আসেন। এবং শনিবার সকালে তিনি মারা যান। তার নাম ছাড়া আর কোন পরিচয় জানা নেই।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া জানান, তার ফিঙ্গার প্রিন্ট অনুযায়ী ভোটার আইডি কার্ড পাওয়া যায়নি। তার কাছে থাকা মোবাইলের সিম কার্ড অন্য জনের। তবে তার মোবাইল ফোনের মাধ্যমে জানা যায় তার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা এলাকায়। মরদেহটি যশোর আড়াইশ’ শয্যা হাসপাতলে পোস্টমর্টেমের পর আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে যদি তার আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায় তাহলে তাদের হাতে হস্তান্তর করা হবে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
##
শিরোনাম:
- স্বনির্ভর স্নাতক তৈরিতে এমএম কলেজে কর্মশালা ও প্রশিক্ষণ
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
- পরীক্ষার ডিউটি ফেলে কোচিংয়ে শিক্ষক, হাতেনাতে ধরলেন অধ্যক্ষ
- কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
- মাদকের জুয়ারে ভাসছে খাজুরা
- কোটচাঁদপুর বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার
- ডাকবাংলোর জমি দখলের অভিযোগ, তদন্তে প্রশাসন
- পাইকগাছায় রান্না ঘর থেকে বিধবা মহিলার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার!
