ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, শাখারীদহ বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, হরিণাকুণ্ডু উপজেলার শাখারীদহ বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ারের নির্বাচনী অফিসে হামলা চালানো হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version