বাংলার ভোর প্রতিবেদক

যশোরে নগদ টাকা ও সোনার অলঙ্কার চুরির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে গত সোমবার বিকেলে কোতয়ালি থানায় মামলা করেছেন সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি বিরামপুরের একটি বাড়িতে ভাড়া থাকেন।

আসামিরা হলেন, বিরামপুরের বাবর আলীর মেয়ে মনিরা খাতুন ও স্ত্রী আনোয়ারা বেগম। মহিদুল ইসলামের অভিযোগ, একবছর আগে মনিরা খাতুনের সাথে তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর মহিদুল ইসলাম লক্ষ্য করেন, তার স্ত্রী মনিরা খাতুন প্রতিনিয়ত কারো সাথে মোবাইল ফোনে গল্প গুজব করছেন।

মহিদুল ইসলাম স্ত্রীর মোবাইল ফোন পরীক্ষা করে দেখতে পান, মনিরা খাতুন তার সাবেক স্বামী শিমুলের সাথে গল্প করতেন। পরে তিনি স্ত্রীকে আগের স্বামীর সাথে কথা বলতে নিষেধ করলে স্ত্রী ক্ষিপ্ত হন এবং মহিদুল ইসলামের সাথে সংসার করতে অস্বীকার করেন।

গত ২৩ আগস্ট রাত ৯টার দিকে মহিদুল ইসলাম বাসায় না থাকার সুযোগে শাশুড়ি আনোয়ারা বেগম আসেন। এরপর স্ত্রী মনিরা খাতুন বাসায় রাখা ব্যবসার ৩ লাখ ৬৫ হাজার টাকা এবং ১ ভরি ওজনের একটি সোনার চেইন নিয়ে তার মা আনোয়ারা বেগমের সাথে বাসা থেকে চলে যান। বাধা দিলে তারা মহিদুল ইসলামের বোন মনিরা খাতুনকে মারধর করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version