নিজস্ব প্রতিনিধি, ডুমুরিয়া
ডুমুরিয়ায় জিয়াউর রহমান (৪২) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। শনিবার সকালে একটি নদী থেকে পুলিশ তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার চেচুড়ি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জিয়াউর রহমান শুক্রবার ইফতারি শেষে বাড়ি থেকে বের হন। এরপর তার কোন খোঁজ ছিল না। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। পরদিন সকালে পাশের হরিনদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জনতা। তখন তার মাথা ও মুখের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ছিল। স্থানীয় ইউপি সদস্য মহাসিন আলী জানান, নিহত জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। ফিরে এসে বাড়ির কাজকর্ম করতেন। পাশাপাশি ছিল মাছের ব্যবসা। শুক্রবার ইফতার শেষে স্থানীয় মসজিদে নামাজ পড়েন তিনি। এরপর থেকে ছিলেন নিখোঁজ। শনিবার সকালে হরিনদী থেকে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, উপজেলার হরিনদী থেকে ভাসমান অবস্থায় জিয়াউর রহমান নামে এক মাছ ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও মুখে ধরলো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন দেখা গেছে। তবে তিনি কি কারণে খুন হয়েছেন এটা জানা যায়নি।

Share.
Exit mobile version