বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য পোস্টাল ব্যালট ভোট গ্রহণে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যালট বাক্স সিলবদ্ধ করা হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনে ৩০ হাজার ১৪৯ জন পোস্টাল ভোটার তাদের ভোট প্রদান করবেন।
মঙ্গলবার বিকেলে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যালট বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে সিলগালা করা হয়। এ সময় সকল প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো বিষয়টি অবহিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, যশোর জেলায় মোট ৩০ হাজার ১৪৯ জন পোস্টাল ভোটার রয়েছেন। ইতোমধ্যে এসব ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রতিদিন দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকযোগে পাঠানো ব্যালট গ্রহণ করা হবে। নির্ধারিত সময় শেষে ব্যালটগুলো সংশ্লিষ্ট বাক্সে সংরক্ষণ করা হবে। প্রত্যেকটা আসনের জন্য মোট দশটি করে স্বচ্ছ বাক্স থাকবে।
পোস্টাল ব্যালটে একটি কিউআর কোড সংযুক্ত রয়েছে। যা স্ক্যান করে ভোটাররা নির্ধারিত নিয়মে তাদের ভোট প্রদান করবেন। প্রতিটি প্রার্থীর পক্ষে একজন করে প্রতিনিধি পোস্টাল ব্যালট ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ পাবেন।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা সরাসরি আমাদের দায়িত্বের আওতাভুক্ত না হলেও, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার স্বার্থে আমরা সকল প্রার্থীর প্রতিনিধিদের সামনে পুরো প্রক্রিয়া তুলে ধরেছি। যাতে পরবর্তীতে কোনো ধরনের প্রশ্ন বা সন্দেহের অবকাশ না থাকে।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের কার্যালয়েই সিলমোহর করা ব্যালট বাক্সগুলো সংরক্ষিত থাকবে এবং ভোট গণনার নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টার পর বাক্স খোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা ও পোস্টাল ব্যালটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের, নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
