নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার স্বাধীনতা স্মৃতি চত্বর মাঠে আয়োজিত এ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। এরপর তিনি মেলা প্রাঙ্গণে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিবিদ কাজি জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সুবীর কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, কৃষিবিদ আরিফুল ইসলাম, ওয়ালিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, উপ-সহকারী তুষার মন্ডল, কৃষক নিউটন মন্ডল প্রমুখ। এ সময় মেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষক ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##
শিরোনাম:
- মণিরামপুরে অপকর্মে লিপ্তদের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ অগ্নি
- আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতের বাড়িতে অগ্নিসংযোগ
- ‘আমার মেয়ের মতো কষ্টে তারেও দেখতে চাই’
- হিটু শেখের বিরুদ্ধে আগেও ধর্ষণ চেষ্টার অভিযোগ ছিল
- দারিদ্রতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : মুহাদ্দীস আব্দুল খালেক
- পাহাড়সম অভিমান নিয়ে চলেই গেল আছিয়া
- যশোরে বিশ্ব কিডনি দিবস পালিত
- যশোর সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত