নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে মোল্লা মোশাররফ হোসেন মফিজকে।

গত রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। স্থানীয়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মোল্লা মোশাররফ হোসেন মফিজকে ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তবে তিনি জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা প্রতিপালনে যত্নশীল হতে সাবধান করে দেয়া হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version