পাইকগাছা সংবাদদাতা
ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনে সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিন খুলনা জেলা প্রশাসকের কাছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, বিএনপি মনোনীত প্রার্থী এসএম মনিরুল হাসান (বাপ্পী) সহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
অন্যদিকে সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর, বাম গণতান্ত্রিক জোট সমর্থীত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. প্রশান্ত মন্ডল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আসাদুল্লাহ আল গালিব মনোনয়নপত্র জমা দেন।
