বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের নয়জন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার পর রুপদিয়া এলাকায়। আহতরা হলেন সদর উপজেলার রামনগর গ্রামের আফরোজা বেগম (৩৫), রেকসোনা বেগম (৩৫), হামিদুল ইসলাম (৪০), মারুফ হোসেন (১৭), অনিক (১৭), মুসলিমা (১১), সুমাইয়া (৫), সামিয়া (২) ও মরিয়ম (২)।
আহত মারুফের বাবা রাজারহাট রামনগর পূর্বপাড়ার মীর ওমর ফারুক জানান, তার ছেলে মারুফ নিজেই ইজিবাইক চালিয়ে নওয়াড়ার তার শালার বাড়িতে বেড়াতে গিয়েছিলো। খাওয়া দাওয়া শেষে বিকেলে ইজিবাইকে তারা নয়জন যশোরে আসছিলেন । সন্ধার আগ মুহূর্তে রুপদিয়া এলাকায় পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স তাদের ইজিবাইকে পেছনে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
শিরোনাম:
- প্রায় দেড় যুগ পর পাড়া মহল্লায় নির্বাচনী উৎসব
- যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল
- তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে রশিদ আহমাদের প্রচারণা শুরু
- শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু রাশেদের
- যশোরে লাঙলের প্রচারণা শুরু
- নেশা থেকে ফেরাতে গিয়ে নিজ কোদালের আঘাতে ছেলেকে হারালেন পিতা
- যশোর এনসিপির বিক্ষোভ মিছিল
- যশোরে ইসলামী চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
