বাংলার ভোর প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। সোমবার ইউনিয়নের নারাঙ্গালী বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, গেল ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর অনেকে ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টা করছে। কিন্তু এই জাতীয় ব্যাক্তিদের কোন দিনই দলে ঠাঁই হবে না। সুযোগ সন্ধানীদের থেকে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।
পরে অনুষ্ঠান প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সুদীপ্ত কুমরা ঘোষ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমদ প্রমুখ।