বাংলার ভোর প্রতিবেদক
দেশেকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকালে যশোরে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসর এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে সমাবেশ হয়।

দাকোপে মন্দিরে উড়োচিঠি প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষ একসাথে হিন্দুদের পূজা করে। পূজাতে গিয়ে খেলনা কেনে। আরতিতে অংশ নেয় সকল ভেদাভেদ ভুলে।

এই সম্প্রতির দেশ বাংলাদেশ। এই সম্প্রীতি ভাঙছে শেখ হাসিনা। ভারতে বসে ভারতকে উস্কে দিচ্ছেন তিনি। পাকিস্তান আমল থেকে বিএনপির আমল পর্যন্ত হিন্দুদের উপর হামলা ভাংচুর নির্যাতন হয়নি। তাহলে এখন কেন হচ্ছে!

শেখ হাসিনার ইন্ধনে এই অত্যাচার নির্যাতন হচ্ছে। এই চক্রান্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও তার প্রভুদের যৌথ প্রযোজনা।

শেখ হাসিনা বিচার বিভাগকে জল্লাদখানা তৈরি করেছে মন্তব্য করে তিনি আরো বলেন, বিচার বিভাগ ছিলো শেখ হাসিনার জল্লাদখানা, কসাই খানা। বিরোধীদলের নেতাকর্মীদের সাজা দেওয়ার জন্য শেখ হাসিনার মনোমত ব্যক্তিকে বিচারপতি বানিয়ে ইচ্ছামতো সাজা দেওয়া হয়েছে এই কসাইখানা থেকে। এই কসাইখানা ও পুলিশ প্রশাসনে এখনো আওয়ামী লীগ সরকারের দোসরা রয়েছে। তারা এখনো কাজ করছে না।

একসময়ে রাতের আধারে পুলিশ কত অন্যায় করেছে। তাদের (আওয়ামী লীগ) নিদের্শে রাতের আধারে কত নেতাকর্মীদের ধরে এনেছে। এখন আপনারা (পুলিশ) ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন। শেখ হাসিনা গণতন্ত্রের সকল প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলেছে।


যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার নুরুজ্জামান, যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান মনি, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুর থেকে জেলার ৮ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা অংশ নেয় সমাবেশে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version