বাংলার ভোর প্রতিবেদক
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে ছয় দিনব্যাপি বইমেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার মেলার উদ্বোধন ঘোষণা করেন।

প্রথমা প্রকাশন আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মর্জিনা আক্তার বলেন, ‘বইয়ের চেয়ে ভালো বন্ধু আর নেই। যুব সমাজকে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে। দেশকে সন্ত্রাস-মাদক মুক্ত করতে বই পড়তে হবে’।

মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিনা খাতুন, বেগম রোকেয়া পদক জয়ী জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, দৈনিক বাংলার ভোর-এর উপদেষ্টা সম্পাদক ও সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশিদ, সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক মোফাজ্জেল হোসেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান, যশোর ইনস্টিটিউট লাইব্রেরি সম্পাদক নিয়াজ মোহাম্মদ, প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সভাপতি মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক হামিদা হিমু।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন বেলা ১১ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।

ছুটির দিনসহ মেলা চলবে আগামী ৬ অক্টোবর রোববার পর্যন্ত। অনলাইনের এই সময়ে মানুষকে বইমুখি কারার জন্য এবং নতুন পাঠক তৈরির জন্য প্রথমা প্রকাশনের এই আয়োজন।

মেলা থেকে বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ রয়েছে। প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৭০ ও অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে। এ ছাড়া ভারতীয় বইয়ের ক্ষেত্রে এক রুপির বিপরীতে এক টাকা ৫০ থেকে ৮০ পয়সা দরে বই কেনা যাচ্ছে।

প্রসঙ্গত প্রতিবছর যশোরে প্রথমা প্রকাশনীর পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও ছয় দিনের মেলায় বিভিন্ন গুণী লেখকদের বিভিন্ন বইয়ের পসরা সাজানো হয়েছে। মেলায় গিয়ে এসব কেনার সুযোগ আছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version