বাংলার ভোর প্রতিবেদক
যশোরের নওয়াপাড়ায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সার বোঝাই ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত ও সার বোঝাই ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার রাত সাড়ে ১০ টার দিকে নওয়াপাড়ার অদূরে ভৈরব ব্রিজ সংলগ্ন সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর আধাঘন্টা রেল চালাচল বন্ধ থাকলেও ট্রেনটি পরীক্ষা নিরীক্ষা শেষে আবারও ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় বলে জানিয়েছে রেল সংশ্লিষ্টরা।
নওয়াপাড়া রেল স্টেশন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসটি নওয়াপাড়ার ভৈরব ব্রিজ এলাকা অতিক্রম করছিল। এমন সময় ভৈরব সেতুর অপরপ্রান্তে বড় বাড়ির ঘাট থেকে বিএডিসির সরকারি সার বোঝাই করে একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১২৪৬০)  যশোর-খুলনা মহাসড়কে উঠছিলো। এমন সময় ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। তবে ট্রাকের চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি।
যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হক জানান, ট্রেন আর ট্রাকের ধাক্কায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আধা ঘন্টা ট্রেনটি পরীক্ষা নিরীক্ষা শেষে ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে। তিনি জানান, রেল ক্রসিংটা অবৈধ। তাই সেখানে কোন গেটম্যান থাকে না।

Share.
Exit mobile version