কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন’র (এনজিএফ) অনিয়ম দুর্নীতি ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহক ও এলাকাবাসী। সোমবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে এনজিএফ’র শাখা অফিসের সামনে কালিকাপুর রোডে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে মাওলানা আইয়ুব হোসেনের সঞ্চালনায় বানিয়াপাড়া গ্রামের আ. সালামের স্ত্রী ভুক্তভোগী গ্রাহক ফিরোজা পারভীন বলেন গতবছরের ২৮ ফেব্রুয়ারি ওই এনজিও থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ৮ কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ১ লাখ ৭৮ হাজার ৫শ’ টাকা এককালিন পরিশোধ করে ঋণের ফাইলে থাকা ৩শ’ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্প, ব্যাংক হিসাবের চেক এবং জামিনদার হিসেবে স্বামীর ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার চেক ফেরত চাইলে শাখার ম্যানেজাার আকবার হোসেন টালবাহানা করতে থাকেন এমনিক তার সঞ্চয়ের থেকে ২৬ হাজার ৫০ টাকা উত্তোলন করে নেন।

আরেক ভুক্তভোগী গ্রাহক ফিরোজ মোড়লের স্ত্রী সেলিনা পারভীন তার বক্তব্য বলেন, তিনি এনজিএফ থেকে ৯০ হাজার টাকা ঋণ গ্রহণ করে ৬টি কিস্তি পরিশোধের পর সম্পূর্ণ টাকা এককালীন পরিশোধ করলেও তার কাছে আবারও ৬৮ হাজার টাকা দাবি করা হচ্ছে। সেলিনা পারভীনের সঞ্চয়ের ১৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা ইতোমধ্যে অবৈধ পন্থায় উত্তোলন করেছে এনজিএফ কতৃপক্ষ। এছাড়া বানিয়াপাড়া গ্রামের আব্দুল গফফার গাজীর স্ত্রী ছখিনা খাতুন বলেন তিনি এনজিএফ থেকে ঋণ না নিলেও তার নামে মাঠকর্মী ও ম্যানেজার যোগসাজশে ৩০ হাজার টাকা ঋণ তুলে নিয়েছেন।

বিষয়টি তিনি জানতে পেরে ম্যানেজারকে জানালে সঞ্চয়কৃত টাকা ফেরত দেয়ার পরিবর্তে উল্টো তার নামে তুলে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করতে হবে হুমকি দেন। বানিয়াপাড়া গ্রামের ফতেমা বলেন তিনি ১৫ হাজার টাকা মৌসুমী ঋণ গ্রহণ করেন পরিশোধ কররেও ওই ঋণটি একই কেন্দ্রের আরেক সদস্য জেসমিন সুলতানার নামে পুনরায় দেখানো হচ্ছে।

ভুক্তভোগীরা নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের প্রতারণার ফাঁদে পড়ে দুঃসহ জীবনযাপন করছেন বলে জানান। এ ছাড়া মানববন্ধনে বক্তব্য প্রদান করেন স্থানীয় বাসিন্দা রওশান আলী কাগুজী, সাদ্দাম হোসেন প্রমুখ। ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এনজিএফ’র অনিয়ম দুর্নীতি ও গ্রাহক হয়রানী বন্ধে যযথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ ও আশু সমাধানের আহবান জানিয়েছেন।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version