Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস
  • গৌরবের বিজয়ের দিন আজ
  • বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম
  • যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য
  • ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা
  • যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ
  • তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার মাজারে পুষ্পমাল্য অর্পণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

banglarbhoreBy banglarbhoreমে ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা:
নড়াইলে ভুল চিকিৎসায় মিতা বেগম (৩২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ মে) নিহত মিতাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ মে) সকালে গৃহবধূ মিতা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে শহরের মডার্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার দে তার সিজার অপারেশন করেন। সন্ধ্যার দিকে ওই চিকিৎসক রোগীর পরিবারকে জানান রোগীর ব্লাড প্রেসার কমে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য খুলনা অথবা যশোরে নিয়ে যেতে হবে। চিকিৎসকের কথা মতো রোগীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হলে শনিবার (২৫ মে) ভোরে তার মৃত্যু হয়।

মিতা বেগমের ভাশুর ইমারুল হাসান খোকন ও সাজাদ হোসেন জানান, অপারেশনের পর রোগীকে ৩ ব্যাগ রক্ত দেয়া হয়। যখন যশোর নেয়া হয় তখনও তার শরীর রক্ত শূন্যতা ছিল। যশোর মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন ভুল অপারেশনের জন্য মিতার মৃত্যু হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, সিজার অপারেশনের সময় চিকিৎসক রোগীর মূত্র থলি কেটে ফেলেন। পরে সঠিক চিকিৎসা না দিয়ে একটি নলের সঙ্গে রক্তনালী সাদা স্কচটেপ দিয়ে জোড়াতালি দিয়ে বেঁধে দেয়। পরে ঠিকমতো রক্ত চলাচল করতে না পারায় রোগীর রক্ত শূন্যতা দেখা দেয় এবং ব্লাড প্রেসার কমে যায়।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার দে বাংলানিউজকে বলেন, অপারেশন ভুল ছিল না। মূত্রথলি বা অন্য কোনো নালি কাটা পড়েনি। তার ব্লাড প্রেসার কম ছিল। এজন্য তাকে যশোরে রেফার্ড করা হয়েছিল। তার মৃত্যুর কারণ কী এ প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, শুনেছি মিতা বেগমের অপারেশনে চিকিৎসকের ভুল ছিল। এখানে যদি কোনো গাফিলতি থাকে তাহলে দ্রুত রোগীকে রেফার্ড করা উচিত ছিল। তা না করে চিকিৎসক এমন সময় রেফার্ড করেছেন যখন সুচিকিৎসার সময় পায়নি। মিতুর সারা শরীর কালো হয়ে গেছে। অপারেশনে চিকিৎসকের ভুল না হলে এরকম হতে পারে না। বিষয়টি তদন্ত করা উচিত।
প্রসঙ্গত, ২০২২ সালের ১২ জানুয়ারি ওই চিকিৎসক ডা. সুব্রত কুমারের ভুল অপারেশনে সদরের হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আতিয়ার সরদারের মেয়ে ববিতা খাতুনের (৩০) মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ছিল ২০২১ সালের ১৯ নভেম্বর নড়াইলের জনতা ক্লিনিকে অপারেশনের সময় মল-মূত্রথলিসহ কয়েক নালি কেটে ফেলে যা তার মৃত্যুর কারণ ছিল। এ ঘটনা নড়াইলের সিভিল সার্জন অফিস একটি তদন্ত কমিটি গঠন করে। এরপর তদন্ত আলোর মুখ দেখেছে কিনা তা জানা যায়নি।

এ বিষয়ে জানতে নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, ২০২২ সালে ডা. সুব্রত কুমারের বিরুদ্ধে তদন্তের বিষয়টি তার জানা নেই। তবে মিতু বেগমের ব্যাপারে অভিযোগ আমি মৌখিকভাবে পেয়েছি। এ বিষয়ে ওই চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস

ডিসেম্বর ১৬, ২০২৫

গৌরবের বিজয়ের দিন আজ

ডিসেম্বর ১৬, ২০২৫

বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম

ডিসেম্বর ১৬, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.