নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লুৎফুল বারী আর নেই। রোববার সকাল ৮ টা ৪০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিশিষ্ট শিক্ষাবিদ লুৎফুল বারীর ছোট ছেলে এহসানুল বারী জানান, আমার বাবা গত ২০ জানুয়ারি ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। এরপর অপারেশন করে গত ৩০ জানুয়ারি কিছুটা সুস্থ বোধ করলে বাসায় ফেরেন। ৩১ জানুয়ারি ঠান্ডা জনিত কারণে অসুস্থ বোধ করলে আবার হাসপাতালে ভর্তি হন। ১৬ ফ্রেব্রুয়ারি তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল সকালে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
লুৎফুল বারী ১৯৬৯ সালে পিএসসির মাধ্যমে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে যোগদান করেন। এরপর তিনি যশোর সরকারি এমএম বিশ্ববিদ্যালয় কলেজ, যশোর সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডারেটর হিসেবে কাজ করেছেন।
শিরোনাম:
- ডুমুরিয়ায় বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
- চৌগাছায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া
- প্রেমিকাকে পেতে আত্মহত্যায় অবশেষে সফল তিনি !
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিগঞ্জে দোয়া অনুষ্ঠান
- যাচ্ছে সোনা আসছে অস্ত্র ও মাদক
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা
- শিক্ষকদের কর্মবিরতি : পরীক্ষা দিতে এসে ফিরে গেল শিক্ষার্থীরা
- খালেদা জিয়ার সংকটময় মুহূর্তেও মনোনয়ন বাতিল দাবিতে সড়ক অবরোধ বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীকে শোকজ
