নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লুৎফুল বারী আর নেই। রোববার সকাল ৮ টা ৪০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিশিষ্ট শিক্ষাবিদ লুৎফুল বারীর ছোট ছেলে এহসানুল বারী জানান, আমার বাবা গত ২০ জানুয়ারি ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। এরপর অপারেশন করে গত ৩০ জানুয়ারি কিছুটা সুস্থ বোধ করলে বাসায় ফেরেন। ৩১ জানুয়ারি ঠান্ডা জনিত কারণে অসুস্থ বোধ করলে আবার হাসপাতালে ভর্তি হন। ১৬ ফ্রেব্রুয়ারি তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল সকালে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
লুৎফুল বারী ১৯৬৯ সালে পিএসসির মাধ্যমে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে যোগদান করেন। এরপর তিনি যশোর সরকারি এমএম বিশ্ববিদ্যালয় কলেজ, যশোর সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডারেটর হিসেবে কাজ করেছেন।
শিরোনাম:
- ‘আপসহীন নেত্রী’র বিদায়ে যা বললেন যশোরের নেতৃবৃন্দ
- বেনাপোল বন্দরে বাড়লো মাশুল, ব্যবসায়ীদের ক্ষোভ
- খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ যশোর বিএনপি
- ঋণ খেলাপী : টিএস আইয়ুবের প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি
- কেশবপুরে ভাব বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ
- হাজী মোহাম্মদ মহসীন বিদ্যালয়ের ফল প্রকাশ
- খালেদা জিয়ার মৃত্যু : পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউণ্ডেশনের সুবর্ণজয়ন্তী
- পাইকগাছায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
