বাংলার ভোর প্রতিবেদক
যশোরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় যশোরের মুড়লি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল।

ইন্সপেক্টর কাজী বাবুল জানান, রাজু আহম্মেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। এই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার (৫ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে। পুলিশ তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখছে।

রাজু আহম্মেদ আওয়ামী লীগের শাসনামলের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য নাবিল আহমেদের অনুসারী এবং যশোরের আরেক প্রভাবশালী নেতা আনোয়ার হোসেন বিপুলের ঘনিষ্ঠজন ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় রাজনীতিতে তার ভূমিকা এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা চলছিল।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version