বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের। যেখানে জনগণের মতামতের ভিত্তিতে গঠিত গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে।

দেশের সকল মত পথের মানুষ নির্ভয়ে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি আমৃত্যু পর্যন্ত লড়াই করেছেন।

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত শোকসভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রকে ভালো বেসে তীলে তীলে হত্যার স্বীকার হয়েছেন, তারপরও তিনি ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। তাকে যে ভাবে নির্মম নির্যাতন করে এমনকি কারাগারে বিষ প্রয়োগ করে তীলে তীলে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। তিনি মৃত্যুর দিকে অগ্রসর হয়েছেন, কিন্তু দেশ ও জনগণের স্বার্থে নতি স্বীকার করেননি। তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেয়া হলে, তিনি সেটিও প্রত্যাখ্যান করেন। তিনি বারংবার বলেছেন বাংলাদেশ নামক ভূখণ্ডের বাইরে আমার কোন ঠিকানা নেই।

নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সহ সভাপতি আবদুল জলিল গোলদার, যুগ্ম সম্পাদক সোহেল রানা তোতা, রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আরিফুজ্জামান, জিরাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর, রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল চৌধুরী, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, শাখারিগাতি এম এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, রূপদিয়া বাজার বনিক সমিতির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দুয়া ও মুনাজাত করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসানুর রহমান শাকিল।

Share.
Exit mobile version