বাংলার ভোর প্রতিবেদক

দেশব্যাপী অব্যাহত ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মঙ্গলবারও বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ ও ইসলামী ছাত্র আন্দোলন যশোর এই কর্মসূচি পালন করেছেন। বেলা ১২ টায় প্রেস ক্লাব যশোরের সামনে ‘রাষ্ট্র তুমি নারীর মানবিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করো’ শীর্ষক সমাবেশ করে উদীচী যশোর সংসদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। বক্তব্য দেন উদীচী যশোরের উপদেষ্টা খন্দকার আজিজুল হক মনি, মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, মহিলা পরিষদ যশোরের অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সুরবিতান সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সারাদেশে ধর্ষণের সকল ঘটনার সাথে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। কালক্ষেপণ বরদাস্ত করা হবে না। নারীর প্রতি সকল সহিংসতা বন্ধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বক্তারা।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version