বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবজ মুক্ত যশোর গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষের পক্ষে আকুণ্ঠ সমর্থন জানাচ্ছেন। তিনি ভোটারদের প্রত্যাশিত যশোর গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।
নির্বাচনী প্রচারণা দ্বিতীয় অনিন্দ্য ইসলাম অমিত যশোর পৌরসভার ১ এবং ২ নং ওয়ার্ডের পাড়া মহল্লায় গণসংযোগ করেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি যান। তাদের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি আগামী দিনে তাদের প্রত্যাশার কথা শোনেন।
রাঙ্গামাটি গ্যারোজ মোড় এলাকার গণসংযোগকালে স্থানীয় বাসিন্দা মুক্তি রাণী বলেন, আমরা শান্তি সৌহার্দ্যময় নিরাপদ যশোর চাই। যেখানে হিন্দু, মুসলিম সকলেই নিরাপদে মিলে মিশে বসবাস করতে পারবো। অনিন্দ্য ইসলাম অমিতের পিতা তরিকুল ইসলাম আমাদের এমন যশোর উপহার দিয়েছিলেন। অনিন্দ্য ইসলাম অমিতও আগামী দিনে সেই প্রত্যশা পূরণ করতে পারবেন।
মুক্তি রানীর সাথে কথা শেষ না হতেই পাশ থেকে কার্তিক চন্দ্রও একই সূরে কথা বলেন। তিনি বলেন, আমি পূজা উদযাপন পরিষদের নেতা ছিলাম। যখনই কোন সমস্যায় তরিকুল ভাইকে স্মরণ করেছি তিনি অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমার ডাকে সাড়া দিয়েছেন। উনি আমাদের সনাতন ধর্মের মানুষদের সুরক্ষায় যেটি করেছেন, সেটি অস্বীকার করার কোন সুযোগ নেই। বিশেষ করে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গার সময় তরিকুল ভাই নিজে দাঁড়িয়ে থেকে আমাদের জানমালের নিরাপত্তা দিয়েছিলেন। ঠিক একইভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর অনিন্দ্য ইসলাম অমিতও আমাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় সুরক্ষা দিয়েছেন।
দিনভর প্রচার-প্রচারণা শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রচারণার প্রথম দিন থেকেই ভোটারদের মাঝ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। নারী পুুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ ভাবে তাদের আস্থার প্রতীক ধানের শীষের প্রতি সমর্থন দিচ্ছেন। ধানের শীষ উন্নয়ন, গণতন্ত্র, সৌহার্দ্য সম্প্রীতি রক্ষার প্রতীক। ইনশাআল্লাহ সকলে ঐক্যবদ্ধভাবে ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। আমার প্রয়াত পিতার মতো আমি মানুষের প্রত্যাশা পূরণ করবো। ভোটারদের প্রত্যাশিত কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সাম্য সম্প্রীতি সৌহার্দ্যময় যশোর উপহার দেবো।
অনিন্দ্য ইসলাম অমিত প্রচারণার দ্বিতীয় দিনে মোল্লাপাড়া, বারান্দিাপাড়া বৌ বাজার, সিটি কলেজ পাড়া, রাঙ্গামাটি গ্যারেজ মোড়, বারান্দিপাড়া কদমতলা, পন্ডিতপুকুর পাড়, খালদার রোড এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, সালাউদ্দিন, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।
