বাংলার খেলা প্রতিবেদক
চার বছর ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ খুলনা বিভাগীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নিয়েছে যশোর। শুক্রবার মাগুরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরাকে চার উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে যশোরের কিশোররা। ২০২২ সালে ফাইনালে মেহেরপুরের কাছে হেরে রানার্সআপ হয় যশোর। এরপর থেকে প্রতিটা আসরে সেমিফাইনাল খেললেও এবারই ফাইনালে উঠতে পারলো শামসুদ্দিন শাহাজি নন্টুর শিষ্যরা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা। ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন সাতক্ষীরার দুই ওপেনার। ৪৯ রানে উদ্বোধনী জুটির পতন ঘটে। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন যশোরের স্পিনাররা। স্পিনের ফাঁদে আটকে গিয়ে শেষ পর্যন্ত ৩০ ওভার ৫ বলে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় সাতক্ষীরার দলীয় ইনিংস। বল হাতে যশোরের আফিফ হাসান লিখন ২২ রানে ৩টি, এসকে শোয়েব ইসলাম নাবিদ ২২, সাগর রায় ৫ ও দলীয় অধিনায়ক আসাদুল্লাহ হিল গালিব ২ রানে ২টি করে উইকেট দখল করেন। ব্যাট হাতে সাতক্ষীরার এসকে রোহান আহমেদ ৫০ বলে ৩টি চারে ২৮ তানভীর হাসান ২২ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৫২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যশোর। তবে সেখান থেকে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রবিউল ইসলাম। রবিউলের ৫৯ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। এর পাশে ব্যাট হাতে যশোরের আসাদুল্লাহ হিল গালিব ১৬, আশরাফুজ্জামান জিম ১৪ ও মাশফি হাসান ১২ রান করেন। বল হাতে সাতক্ষীরার হাসানুল বান্না ১০ ও এসকে আজনাথ ১৯ রানে দুটি উইকেট দখল করেন।
