মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে নিউ হানিফ পরিবহনের বাসচাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। আজ (রোববার) সকাল ৯টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফফার (৫৫) উপজেলার মোহনপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনে তার ট্রান্সফরমারের ব্যবসা রয়েছে।
এদিকে জনগণের সহায়তায় পুলিশ বাস ও চালক আলমগীর হোসেনকে আটক করেছে। আলমগীর হোসেনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দের কোলা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল গফফার বাড়ি থেকে পায়ে হেটে মণিরামপুর বাজারে সুচি ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মণিরামপুর সার্কেল অফিসের সামনে পৌছুলে পিছন দিক থেকে নিউ হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফরিদুল ইসলাম আব্দুল গফ্ফারকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও কুয়াদা বাজার থেকে ঘাতক বাসটিকে আটক করে। বাস চালক আলমগীর হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, আব্দুল গফফার একজন সাবেক সেনা সদস্য। তার মরদেহ হাসপাতালে রয়েছে। বাসটি থানায় আনা হয়েছে।
শিরোনাম:
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল আজ দু’টি কোয়ার্টার ফাইনাল
- জাতীয় রাগবি দলে খেললেন যশোরের হারুনার রশিদ
- নার্সিং অধিদপ্তর একীভূতকরণের প্রতিবাদে যশোরে নার্সদের মানববন্ধন
- যশোরে মাসব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল উপশহর ও নওয়াপাড়া সেমি নিশ্চিত
- যশোরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
- যশোরে ৩১৭ সিমকার্ডসহ ভিওআইপি ব্যবসায়ী গ্রেপ্তার; ভারতে তথ্য পাচারের অভিযোগ
- যশোরে বিএডিসির সার আত্মসাতের ঘটনায় তিনজন আটক, ২২ লাখ টাকা জব্দ
