বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর জেলা প্রশাসক-পুলিশ সুপার-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
গতকাল সকাল ১০টায় যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে এ বৈঠকের অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৈঠকটি হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে ভোটকেন্দ্র কারচুপি, অনিয়ম ও পেশি শক্তিমুক্ত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তবে নির্বাচন কমিশন, প্রার্থী—সবাইকে মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। ভোটাররা কেন্দ্রে আসবেন। নির্বিঘ্নে ভোট দেয়ার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।
তিনি আরও বলেন, আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যেকোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হয়। কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়, পরিবেশ যাতে অনুকূল থাকে, ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই বার্তাটা কঠোরভাবে দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা বিভিন্ন স্থান থেকে স্বতন্ত্র প্রার্থীদের নানা সমস্যার কথা জেনেছি। সেগুলো নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সমস্যাগুলো যদি সত্যিকারের হয়ে থাকে, কীভাবে নিরসন করা যায়, সেই দায়িত্ব আমরা দিয়েছি। ওনারাও (স্থানীয় প্রশাসন) প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন। যদি কোনো আচরণবিধির ব্যত্যয় ঘটে, সহিংসতার ঘটনা ঘটে থাকে, তাৎক্ষণিকভাবে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করে, সেই নির্দেশনা দেয়া হয়েছে।
ঝিনাইদহের চারটি আসন ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা আক্রান্ত হয়েছেন এ বিষয়ে ইসির পদক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, সকালে ঝিনাইদহে চারজন আহত হওয়ার ম্যাসেজ নিজেই পেয়েছি। আমরা বিষয়টি আলোচনা করেছি। এ ঘটনায় মামলা হয়েছে। পাশাপাশি এ ঘটনার পেছনে কে দায়ি তা নিরূপণ করে তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। আমরা দায়ি নিরুপণ করতে পারলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেব এবং এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর হতে নির্দেশনা দেয়া হয়েছে।
সিইসি বলেন, আমরা কেউ ভোট কেন্দ্রের ভেতরে থাকবো না। ভেতরে থাকবে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা। ভোটকেন্দ্রের ভেতরে যাতে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব, কোনো রকম পেশিশক্তির প্রয়োগ না হয়, সেদিকে তাদের ব্যাপকভাবে প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ আরও অনেকে।
বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে সিইসি যশোরের ছয়টি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে হাবিবুল আউয়াল অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে বলে নিশ্চয়তা দেন।
সভায় অংশ নেয়া যশোর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু জানিয়েছেন, তারা সিইসিকে খুলনা বিভাগের বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। হামলা-বাধার ঘটনা ঘটলে খুলনা বিভাগের সব আসন থেকে লাঙ্গলের প্রার্থীরা একযোগে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলেও জানান তিনি।
শিরোনাম:
- যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২
- বিজয় দিবস উপলক্ষে যশোরে জামায়াতের আলোচনা সভা
- রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কারও দয়ার দান নয় : নার্গিস বেগম
- মাটি-চুন, চক পাউডার ও টাইলসের ডাস্ট দিয়ে তৈরি হতো দস্তা সার
- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : যশোরে দু’দিনে আটক-৩৮
- নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুল : সাতক্ষীরায় ধানের শীষের প্রচারণায় প্রার্থী কাজী আলাউদ্দিন
- সাতক্ষীরায় সড়কে ত্রিমুখি সংঘর্ষ মা ও ছেলে নিহত, আহত-৬
- ‘আমার ভাবনায় বাংলাদেশ’—জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা শুরু
