বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, বিজয়ী হলে যশোর সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত শতভাগ উন্নয়ন বাস্তবায়িত হবে। কোন মানুষ দুর্ভোগে পড়বে না। সহজভাবেই উপজেলা পরিষদ থেকে সকল ধরনের সেবা সাধারণ মানুষ পাবেন। উপজেলা পরিষদকে নিয়ে কাউকে বাণিজ্য করতে দেয়া হবে। উপজেলা পরিষদ হবে আমজনতার পরিষদ। বুধবার বিকেলে ইছালী ইউনিয়নের হাশিমপুর বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন বিপুল বলেন, সদর উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে দোয়াত কলম প্রতীককে বিজয়ী করতে হবে। দোয়াত কলম প্রতীক বিজয়ী সদর উপজেলা থেকে চিরতরে মাদক নির্মূল হবে। সবাই নিরাপদে থাকতে পারবেন। ব্যবসায়িরা শান্তিতে ব্যবসা করতে পারবেন। সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখতে সব ধরণের পদক্ষেপ বাস্তবায়িত হবে।

নির্বাচনী পথসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুর।

ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জহির ইকবাল নান্নুর সঞ্চালনায় আওয়ামী লীগ নেতা নওশেদ আলী মনা, আশরাফুল কবির বাচ্চু, আনোয়ার হোসেন, সোহাগ হোসেন, দিপু হোসেন, যুবলীগ নেতা মিঠুন তরফদার, আব্দুর রহমান ও মারুফ হাসান।

এরপর আনোয়ার হোসেন বিপুল ইছালী ইউনিয়নের কায়েতখালী, মনোহরপুর, জগমহনপুর, রাজাপুর, জলকার, শুড়া ও কাউঘারা বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version