বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্তৃক কর্মচারীদের উপর নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আর এ কারণে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র জেনারেল ম্যানেজার ইছাহাক আলীর (৫৯) বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ হয়েছে। ওই সমিতির সাহানুর রহমান বৃহস্পতিবার থানায় অভিযোগটি করেন। বৃহস্পতিবার দুপুরে কর্মচারী নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মী চৌরাস্তায় থানার সামনে অবস্থান নিয়ে ম্যানেজারের অপসারণ দাবিতে মানববন্ধন করেন।

থানায় দেয়া অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ওই বিভাগের সকল কর্মী যৌক্তিক দাবি নিয়ে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। এই ঘটনার জের ধরে কর্মকর্তা কর্মচারিসহ ৩৮ জনকে হয়রানিমূলক বদলি করেন তিনি। গত ৯ অক্টোবর বিকেলে তার রুমে অজ্ঞাত সন্ত্রাসীদের লুকিয়ে রাখা হয়। বিকেল চারটার দিকে তিনি কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আলোচনায় বসার জন্য আহবান জানান। তার আহবানে সাড়া দিয়ে কয়েকজন কর্মী তার রুমে গেলে তাদের ওপর হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। তাকে মারপিটে জখম করে। অফিস রুম ভেঙে দিয়ে চলে যায়। পরে সংবাদ পেয়ে ওই সমিতির কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে এই হামলার প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। নেতৃবৃন্দ অভিলম্বে ইছাহাক আলীর বিরুদ্ধে মামলা রেকর্ড এবং তার অপসারণ দাবি করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version