মণিরামপুর প্রতিবেদক

মণিরামপুরে আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ও দলীয় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্শীদের পাশে দাঁড়িয়েছেন যশোর-৫(মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী।

সোমবার বিকেলে উপজেলার ভোজগাতী ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নে তিনিন। এ সময় এমপি এস এম ইয়াকুব আলী বলেন, তৃণমূলের কর্মীরাই দলের প্রাণ। দলের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরাই দলকে বিজয় এনে দেয়। এ জন্য তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে না পারলে দলে ত্যাগী নেতাকর্মীর সৃষ্টি হবে না। আমি তাদের পাশে সবসময়ই ছিলা। এখন থেকে তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়া অব্যাহত থাকবে।

এ সময় এমপি ইয়াকুব আলীর সাথে ছিলেন ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, আব্দুল মজিদ, স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান পাপ্পু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি প্রমুখ।

পরে এমপি ইয়াকুব আলী উপজেলার কন্দর্বপুর গ্রামের প্রয়াত ছাত্রলীগ নেতা আব্দুর রবের বাড়ি সংস্কার ও অসুস্থ মুকুলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version