Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, গ্রেপ্তার -৩
  • খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক
  • যশোরের মণিরামপুরে প্রকাশ্যে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি
  • হরিণের ফাঁদে আটকা বাঘ দেখতে হাজারো মানুষের ভিড়
  • সামাজিক বনায়নে সাফল্য এনেছে কোটচাঁদপুরসহ ৩টি উপজেলা
  • মাগুরায় ভোক্তার অভিযানে গ্যাস ডিলারকে লাখ টাকা জরিমানা
  • যশোরে দুই দিনব্যপি ব্যঞ্জন উৎসব শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জানুয়ারি ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল

ট্রেনে চড়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার স্বপ্ন ধূসর!
banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পদ্মাসেতু রেল প্রকল্পে ভাঙ্গা-নড়াইল-যশোর বা খুলনা রুটে ট্রেন চলাচলের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এই রুটে কিভাবে এবং ক’টি ট্রেন চালানো হবে তা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। যশোরসহ বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন দাবির বিষয়গুলো বিবেচনায় নিয়ে ট্রেন সিডিউল নির্ধারণের চেষ্টা চলছে। তবে কোচ সংকটের কারণে পদ্মাসেতুর যশোর বা খুলনাবাসীকে চূড়ান্ত সুবিধা পেতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতু নিয়ে দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখে আসছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ প্রায় শেষ হওয়ায় পদ্মা সেতু দিয়ে নড়াইল হয়ে রেলপথে রাজধানীতে পৌঁছানোর যশোরবাসীর সেই স্বপ্ন এখন হাতছোঁয়া দূরত্বে। নতুন এই রুটে ট্রেন চলাচল শুরু হলে রেলপথে যশোর থেকে ঢাকার দূরত্ব কমবে ১৯৩ কিলোমিটার। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ব্রডগেজ রেললাইন দিয়ে ছুটবে ট্রেন। ঢাকা-ভাঙ্গা হয়ে (রাজবাড়ি-কুষ্টিয়া হয়ে) খুলনা, যশোর ও বেনাপোল রুটে বর্তমানে ট্রেন চলাচল চালু আছে। এতে দূরত্ব কমেছে তিন ঘণ্টার মতো। আর নড়াইল হয়ে সরাসরি রেল সংযোগ চালু হলে তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছে যাবে ট্রেন। সড়কপথে যশোর থেকে ঢাকা যেতে সময় লাগে মাত্র সাড়ে ৩ ঘণ্টা, যা আগের চেয়ে প্রায় অর্ধেক সময়। রেলপথটি ঢাকার কমলাপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এবং নড়াইলের ওপর দিয়ে যশোর গিয়ে শেষ হয়েছে। এই রেললিংক প্রকল্পে যশোর থেকে তিন ঘণ্টায় ঢাকায় যাওয়া সম্ভব হবে। কিন্তু যশোর থেকে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার সেই স্বপ্নে ধাক্কা দিচ্ছে রেলের কোচ সংকট। এই সঙ্কটের কারণে নতুন ট্রেন চালু করতে হিমসিম খেতে হচ্ছে রেলকে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, যশোর থেকে বর্তমানে তিনটি আন্তঃনগর ট্রেন ঢাকায় যাতায়াত করছে। এর মধ্যে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস যশোর থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-রাজবাড়ি-ভাঙ্গা হয়ে ঢাকায় যাতায়াত করছে। আর খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী হয়ে যমুনা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করছে। এই ট্রেনগুলোর রুট পরিবর্তনের (যশোর-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকা) খবরে ইতোমধ্যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়িতে রেল অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এ কারণে এই তিনটি ট্রেনের পুরানো রুট পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে এসেছে রেল বিভাগ। ফলে আপাতত ওই ট্রেনগুলোর বর্তমান রুটেই চলাচল করবে। সেক্ষেত্রে পদ্মাসেতু হয়ে যাতায়াত করলেও বেনাপোল বা সুন্দরবন এক্সপ্রেসে যশোর থেকে ঢাকায় যেতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগবে। ফলে বর্তমান রুটের ট্রেনে যশোর বা খুলনাবাসীর জন্য নতুন কোনো সুখবর নেই।

সূত্র আরও জানিয়েছে, তবে যশোর ও খুলনা থেকে দু’টি নতুন ট্রেন চালুর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটি সম্ভব হলে খুলনা ও যশোর থেকে পদ্মবিলা-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকায় তিন থেকে সাড়ে তিনঘণ্টায় যাতায়াতের সুবিধা পাবে এই অঞ্চলের মানুষ।
এদিকে, এই বিষয় নিয়ে বুধবার রেলভবনে বিদায়ী রেল সচিব আবদুল বাকী ও রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী’র সাথে মতবিনিময় করে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির এক প্রতিনিধি দল। ওই বৈঠকেও এসব বিষয় উঠে এসেছে।

বৈঠক শেষে কমিটির সদস্য সচিব ইঞ্জি. রুহুল আমিন জানান, বৃহত্তর যশোরাঞ্চলের মানুষ ট্রেনে চড়ে তিন ঘণ্টায় ঢাকায় যেতে বেনাপোল-যশোর-ঢাকা রুটে ২টি ও দর্শনা-যশোর-ঢাকা রুটে ২টি ট্রেন দেওয়ার দাবিসহ ৬ দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছে। ওই সভায় সেই দাবিগুলো তুলে ধরা হয়েছে। তবে দাবির যৌক্তিকতার সাথে একমত হলেও রেলের এই দুই শীর্ষ কর্মকর্তা রেলের সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন। তারা বর্তমান ট্রেনগুলো একইরুটে বহাল রেখে নতুন ট্রেন চালুর চেষ্টা করছেন।

ওই সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ‘পদ্মাসেতু রেল প্রকল্পে ভাঙ্গা-নড়াইল-বেনাপোল বা ভাঙ্গা-নড়াইল-খুলনা রুটে ট্রেন চলাচল নিয়ে বিভিন্ন ভাবনা যাচাই বাছাই করছি। এরই মধ্যে বর্তমান ট্রেনগুলো বহাল রাখার দাবিতে রাজবাড়ি, কুষ্টিয়ায় বিক্ষোভ হচ্ছে। চলমান ট্রেনগুলোর রুট পরিবর্তন করলে বিক্ষোভ আরো বৃদ্ধি পাবে। জনগণকে ভোগান্তি ফেলা আমাদের কাজ নয়। আমরা ভাবছি চলমান ট্রেনগুলোর রুট ঠিক রেখে নতুন ট্রেন দিয়ে খুলনা-নড়াইল-ঢাকা, যশোর-নড়াইল-ঢাকা রুটে চালু করার। নতুন কোচ (বগী) না পাওয়া পর্যন্ত জনগণের দাবি পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। আমরা রুটগুলো যাচাই বাছাই ও সুষম বন্টনের সর্বোচ্চ চেষ্টা করছি।

বিদায়ী রেল সচিব আবদুল বাকী উল্লেখ করেন, রেলে এখন কোচের (বগি) সংকট রয়েছে। ফলে চাইলেই সবার দাবি পূরণ করা সম্ভব নয়। তবে ভারত থেকে ৩০০ কোচ আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এই বগিগুলো আসলে পর্যায়ক্রমে জনগণের চাহিদা ও গুরুত্ব বিবেচনায় দাবি পূরণ করা হবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, বেনাপোল থেকে এখন চলাচলকারী ট্রেনটি বর্তমান রুটেই চলাচল করবে বলে জানা গেছে। আর নতুন ট্রেন বা যশোর-নড়াইল-ঢাকা রুটে ট্রেন চলাচলের এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, যশোর-নড়াইল-ঢাকা রুটে ট্রেন চলাচলের ব্যাপারে এখনও কোনো দিক-নির্দেশনা বা তথ্য পাননি। বিষয়টি নিয়ে আলোচনা-মতবিনিময় চলছে। আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে।

পদ্মাসেতু
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, গ্রেপ্তার -৩

জানুয়ারি ৫, ২০২৬

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক

জানুয়ারি ৫, ২০২৬

যশোরের মণিরামপুরে প্রকাশ্যে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

জানুয়ারি ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.