পাইকগাছা সংবাদদাতা

পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের ড্রেনসহ আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র সেলিম জাহাঙ্গীর।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, স ম আব্দুর রব, আব্দুর রাজ্জাক সরদার, ঠিকাদার জাহাঙ্গীর আলম, কওছার আলী গোলদার, জাহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম, আশরাফুজ্জামান টুটুল, ফসিয়ার রহমান, মহাসিন সরদার ও আতিয়ার রহমান।

উল্লেখ্য, বিশ^ ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রকল্পের আওতায় পৌরসভার ৩নং ওয়ার্ডের নাগরিক সাংবাদিক আব্দুল আজিজের বাড়ির সামনে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭৫ মিটার দৈর্ঘের ড্রেনসহ আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পৌরসভা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version