সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরায় তিন মাসের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা সদর উপজেলার পৌরসভার রইচপুর থেকে তাকে আটক করা হয়। আটক সুরাইয়া ইয়াসমিন একই এলাকার মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলার মুছা শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, সুরাইয়া ইয়াসমিন তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। দুপুর থেকে ছোট শিশু কন্যা মমতাজ খাতুনকে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় সুরাইয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এর আগে সে তার নিজের ছেলেকে দুইবার খাবারের সাথে বিষ খাইয়ের হত্যার চেষ্টা করেছিল। রাতে পুলিশ সুরাইয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের মেয়েকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করে।

সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক মাজরিয়া হোসাইন জানান, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। এছাড়া হত্যার কথা স্বীকার করায় তার মা সুরাইয়া ইয়াসমিনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version